সারা দেশে নানা আয়োজনে বিজয় দিবস পালিত
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৬, ২০২৩ , ৫:২০ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
দিনের শেষে ডেস্ক : আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালির উৎসবের দিন, আনন্দের দিন। বাঙালির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় দিবস। একই সঙ্গে পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয়ের দিন। নানা আয়োজনের মধ্যে দিয়ে ও যথাযোগ্য মর্যাদায় সারা দেশে দিবসটি পালিত হচ্ছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
বরিশাল : বরিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। বিজয় দিবসের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ বেদীতে পূষ্পার্ঘ অর্পনসহ প্যারেড, ডিসপ্লে ও আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যদ্বয়ের সাথে সাথে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্বে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী, ডিআইজি হাসান মাহামুদ, মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির, জেলা প্রশাসক শহীদুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তারা। পরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, পানি সম্পদ প্রতিমন্ত্রী ও সদর আসনের সংসদ সদস্য কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম ও সিটি কর্পেরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। এরপর মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান।
সকাল ৮ টার দিকে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহনে প্যারেড ও মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশিত হয়। এসময় বিভাগীয় ও পুলিশ প্রশাসন সালাম গ্রহন করেন। এরপর বেলা ১১ টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
লালপুর (নাটোর) : সারা দেশের ন্যায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নাটোরের লালপুর উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে দিনের প্রথম প্রহরে শহীদদের স্মৃতির স্মরণে পুস্প স্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন সহ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা , স্মার্ট কার্ড প্রদান, ও ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ সহ নানান কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হয়েছে ।
শনিবার লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দিনের প্রথম প্রহর থেকে দুপুর পর্যন্ত উপজেলা চত্ত্বর মাঠে এই সব কর্মসূচী অনুষ্ঠিত হয় । লালপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ সাগর । উপজেলা সহকারী কমিশনার ভূমি আরাফাত আমান আজিজ, লালপুর থানার ওসি নাছিম আহম্মেদ, উপজেলা প্রকৌশলী মাহাবুবুল হক , পৌর মেয়র রোকসানা মোর্তজা লিলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা, একাডেমিক সুপারভাইজার সাদ আহম্মেদ শিবলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, ও লাবনী সুলতানা প্রমুখ । অনুষ্ঠান শেষে বিজয়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ ও স্থানীয় মুক্তিযোদ্ধাদের সংর্বধনা প্রদান করা হয়।
টাঙ্গাইল : বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসার মধ্যদিয়ে টাঙ্গাইলে মহান বিজয় দিবসের ৫৩তম পূর্তি উৎসব পালন করা হচ্ছে। শনিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের প্রথম প্রহরে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমদ, জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া, উপজেলা পরিষদের পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের জাফর আহমেদ।
পরে জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশপাশি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।