আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ‘সার্চ দা বস’-এ সানজিদা শান

‘সার্চ দা বস’-এ সানজিদা শান


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৩, ২০২২ , ৬:০৩ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : এ সময়ের নাট্যনির্মাতা রিন্টু পারভেজ পরিচালনা করছেন ধারাবাহিক নাটক ‘সার্চ দা বস’। আর এ নাটকেই অভিনয় করছেন বর্তমান সময়ের উদীয়মান ব্যস্ত অভিনেত্রী সানজিদা শান। শুধু তাই নয়, গল্পের মুখ্য চরিত্রেও দেখা যাবে তাকে। নাটকটিতে আরো অভিনয় করছেন- শাহেদ শরীফ খান, আবু হুরায়রা, হেদায়েতুল্লাহ তুর্কি, কোহিনুর আলম, কাজী শীলা, হাফিজ তোরাসহ আরো অনেকে। রিন্টু পারভেজ বলেন, নাটকটি একটি ভিন্্ন গল্প নিয়ে নির্মিত হচ্ছে। প্রতিটি পর্বেই থাকছে গল্পের বৈচিত্র। আশা করছি; দর্শকদের ভালো লাগবে।

উল্লেখ্য-সানজিদা এর আগে প্রতিবন্ধীদেরকে নিয়ে সরকারি ডকুমেন্টারি, চ্যানেল আই হসপিটাল ইম্পাস টিভিসি, অল টাইম টিভিসি, এবং অনেকগুলো একক নাটকে অভিনয় করেছেন।