আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের একাদশে থাকবেন যারা

সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের একাদশে থাকবেন যারা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৪, ২০২২ , ৫:২১ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক :  ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের মিশন নিয়ে আজ বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় সার্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। প্রিয় দলের একাদশে কারা কারা থাকবেন সেটা জানার আগ্রহ সমর্থকদের থেকেই যায়। চলুন দেখে নেওয়া যাক সার্বিয়ার বিপক্ষে আজ কেমন হতে পারে সেলেসাঁওদের একাদশ। ব্রাজিলের কোচ তিতে অবশ্য পুরোপুরি ফিট একটি স্কোয়াডই পাচ্ছেন সার্বিয়ার বিপক্ষে। দলে কারও ইনজুরি সমস্যা নেই। অ্যান্থনি, ব্রুনো গুইমারায়েস ও আলেক্স তেলেসের সামান্য কিছু সমস্যা ছিল। সেগুলো থেকে ভালোভাবেই সেরে উঠছেন তারা।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
অ্যালিসন, দানিলো, থিয়াগো সিলভা, মারকুইনহোস, স্যান্দ্রো, কাসেমিরো, পাকুয়েতা, রাফিনহা, নেইমার, ভিনিসিউস ও রিচার্লিসন/জেসুস।

ভানজা মিলিনকোভিচ-সাভিচ, মিলেনকোভিচ, মিত্রোভিচ, পাবলোভিচ, জিভকোভিচ, গুদেলজ, সার্জেস মিলিনকোভিচ-সাভিচ, কোস্টিক, তাদিচ, ভ্লাহোভিচ ও জোভিচ।