আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন সালমান বিয়ে না করলে, জুতা পরবেন না রাখি

সালমান বিয়ে না করলে, জুতা পরবেন না রাখি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৪, ২০২৩ , ৫:৪০ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :   ক্রপ টপের সঙ্গে জিন্স পরেছেন রাখি সাওয়ান্ত। আর পিঙ্ক কালারের জ্যাকেটে নিজের মুখ কিছুটা ঢেকে রেখেছেন। কিন্তু রাখির পায়ে কোনো জুতা নেই। এমন লুকে মুম্বাই এয়ারপোর্টে ক্যামেরাবন্দি হয়েছেন আলোচিত এই অভিনেত্রী। হঠাৎ এয়ারপোর্টে খালি পায়ে কেন রাখি সাওয়ান্ত? এ প্রশ্নের উত্তর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। জুতা ছাড়া হাঁটার কারণ ব্যাখ্যা করে রাখি বলেন— ‘আমার প্রার্থনা সালমান খান যেন বিয়ে করেন। আমার ভাই (সালমান খান) যদি বিয়ে না করে তবে আমি জুতা পরব না। শ্রীলঙ্কা, দুবাই থেকে আমি খালি পায়ে এসেছি। সালমান খান কাকে বিয়ে করবে? এমন প্রশ্নের জবাবে রাখি বলেন, ‘আমার ভাইয়ের মনে একজন আছেন।’

সর্বশেষ সালমানের উদ্দেশ্যে রাখি সাওয়ান্ত বলেন, ‘সালমান ভাই, দয়া করে বিয়ে করো। আমাদের দেশকে সন্তান দাও।’ আদিলকে গোপনে বিয়ে করেছিলেন রাখি সাওয়ান্ত। বিয়ের খবর প্রকাশ্যে আসার পর আদিল রাখিকে স্ত্রী হিসেবে স্বীকৃৃতি দিতে গড়িমসি করছিলেন। সেই সময়ে সালমান খানের হস্তক্ষেপে সমস্যার সমাধান হয়েছিল বলে জানিয়েছিলেন রাখি। যদিও কিছু দিন আগে আদিলকে ডিভোর্স দিয়েছেন রাখি।