আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস সাড়ে ১৩ লাখ টাকা ক্ষতিপূরণ পেলেন ফুটবলার জনি

সাড়ে ১৩ লাখ টাকা ক্ষতিপূরণ পেলেন ফুটবলার জনি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৩, ২০২০ , ১১:০৮ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : করোনার এই দুঃসময়ে সুখবর পেলেন ফুটবলার মাশুক মিয়া জনি। বাংলাদেশ জাতীয় দলের এই খেলোয়াড় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে গিয়ে চোটে পড়েন। আর এ কারণেই বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা তাকে ১৩ লাখ ৪৭ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়েছে।

২০২২ কাতার বিশ্বকাপ বাছাই ও ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচটি ছিল গত বছরের ১০ সেপ্টেম্বর। বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। তাজিকিস্তানে হওয়া সেই ম্যাচ খেলতে যান জনি। কিন্তু ম্যাচের আগে লিগামেন্ট ছিঁড়ে যায় জনির।

সেই চোটের কারণে এই মিডফিল্ডার শুধু জাতীয় দল নয়, ক্লাব বসুন্ধরা কিংসের হয়েও অনেকটা সময় খেলতে পারেননি। এ অবস্থায় ‘ফিফা ক্লাব প্রটেকশন স্কিম’ অনুযায়ী ক্ষতিগ্রস্ত এ ফুটবলারের পাশে দাঁড়াল ফিফা।

মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে জনির সর্বশেষ কিস্তির টাকা পাওয়ার কথা জানিয়েছে। সব মিলিয়ে ১৩ হাজার ৮৮৫ ইউরো মানে বাংলাদেশি মুদ্রায় ১৩ লাখ ৪৭ হাজার টাকা পেলেন জনি। এই খবরে স্বস্তি পেলেন বসুন্ধরা কিংসের এ মিডফিল্ডার। মাশুক মিয়া জনি এক ভিডিও বার্তায় বসুন্ধরা কিংস, বাফুফে ও ফিফার প্রতি জানালেন কৃতজ্ঞতা।