সাড়ে ৫ হাজার রান করে দশকসেরা পল স্টার্লিং
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১, ২০২১ , ১১:১৮ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে ডেস্ক : আয়ারল্যান্ডের দশকসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন পল স্টার্লিং ও কিম গার্থ। ২০১১ থেকে ২০২০ পর্যন্ত সময় বিবেচনায় এ পুরস্কার ঘোষণা করেছে আইরিশ ক্রিকেট বোর্ড। ছেলেদের ক্রিকেট ক্যাটাগরিতে জিতেছেন জাতীয় দলের তারকা ওপেনার পল স্টার্লিং ও নারী ক্যাটাগরিতে গার্থ।
দশকসেরা ক্রিকেটারের পুরস্কার জেতার আগে আয়ারল্যান্ডের ২০২০ সালের বর্ষসেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন পল স্টার্লিং। এবার দশকসেরার পুরস্কারে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন এড জয়েস, টিম মুরতাঘ, কেভিন ও’ব্রায়েন ও উইলিয়াম পোর্টারফিল্ড। বিশ্বমানের ধারাবাহিকতার কারণে জিতেছেন পল স্টার্লিং। দশকসেরার পুরস্কারের জন্য বিবেচিত সময়ে আয়ারল্যান্ডের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ রান করেছেন পল স্টার্লিং। এ সময় আট সেঞ্চুরিতে ৫৫২৯ রান করেছেন তিনি। দশকসেরা নারী খেলোয়াড়ের পুরস্কার জেতা কিম গার্থ মাত্র ১৪ বছর বয়সে ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেন। তিনি পুরস্কার জেতার পথে পেছনে ফেলেছেন লরা ডেনালি, সেসেলিয়া জয়েস, ইসোবেল জয়েস ও ক্লেয়ার শিলিংটনকে। গত এক দশকে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন গার্থ। ২০১৯ সালে ক্রিকেট আয়ারল্যান্ডের কাছ থেকে পেশাদার চুক্তি পাওয়া ছয় খেলোয়াড়ের একজন ছিলেন তিনি।