আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন সায়নীকে কটাক্ষ করলেন শ্রীলেখা!

সায়নীকে কটাক্ষ করলেন শ্রীলেখা!


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৫, ২০২১ , ১:১৪ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :   মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ। বুধবার (২৪ ফেব্রুয়ারি) টলিপাড়ার এক ঝাঁক তারকার সঙ্গে তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছেন সায়নী। এরপরই সায়নীকে কটাক্ষ করেছেন শ্রীলেখা মিত্র। এ অভিনেত্রীকে উদ্দেশ্য করে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন শ্রীলেখা। লিখেছেন, ‘অপ্রত্যাশিত। সায়নী, তুইও বিক্রি হয়ে গেলি, খেলতে নেমে গেলি? দুঃখজনক।’ সায়নী ঘোষকে নিয়ে শ্রীলেখার ওই পোস্ট প্রকাশ্যে আসায় আলোচনা শুরু হয়েছে তাদের নিয়ে।  বামপন্থী হিসেবে টলিপাড়ায় পরিচিত ছিলেন সায়নী। হঠাৎ করে তৃণমূলে যোগ দেওয়ায় মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা। শ্রীলেখার পোস্টে জয়দীপ নামে একজন লিখেছেন, ‘মুখে ভাষণ দিলেই বামপন্থী হওয়া যায় কি? প্রচারের আলোয় থাকা যাদের লক্ষ্য, তারা পরিযায়ী হবেই।’ তার নীচেই একজন লিখেছেন, সবাই শ্রীলেখা নয়।

সায়নী তৃণমূলে যোগ দিতে পারেন সে খবর অনেক আগেই ছড়িয়ে পড়েছিল টলিপাড়ায়। বিজেপি নেতা যখন সায়নীকে কথায় আক্রমণ করেছিল তখন তার পক্ষে কথা বলেছিলেন মমতা ব্যানার্জি। তারপর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা চলছিল বিভিন্ন মহলে। এদিকে, শ্রীলেখার এমন মন্তব্যের প্রেক্ষিতে এখনও মুখ খোলেননি সায়নী ঘোষ।