আজকের দিন তারিখ ৩১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ সিংড়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে পলকের ত্রাণ বিতরণ

সিংড়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে পলকের ত্রাণ বিতরণ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৭, ২০২০ , ১:৪৬ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


সিংড়া (নাটোর) সংবাদদাতা : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সরকার প্রতিটি দুর্যোগে জনগণের পাশে রয়েছে। এবার ১ কোটি পরিবার সরকারের মানবিক সহায়তা পেয়েছে। আমরা তৃণমূল পর্যায় থেকে সকল স্তরের নেতাকর্মী এবং জনপ্রতিনিধির মাধ্যমে মানবিক সহায়তার তালিকা তৈরি করে ত্রাণ সামগ্রী পৌছে দেওয়ার ব্যবস্থা করেছি।

শুক্রবার সকাল নয়টায় তাজপুর ইউনিয়নের তেমুখ নওগাঁ বাজারে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণবিতরণকালে তিনি এসব বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সিংড়া উপজেলায় বিগত দিনে ২৭টি আশ্রয় কেন্দ্রে হাজারো মানুষকে খাদ্য সহায়তা আমরা করেছিলাম। এবারও আমাদের সে প্রস্তুতি রয়েছে। আমরা জনগণের পাশে রয়েছি। বন্যাদুর্গত এলাকায় নেতাকর্মী সার্বক্ষণিক মানুষের খোঁজখবর নিচ্ছেন। মানুষকে নিরাপদে রাখার জন্য ইতোমধ্যে চারটি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে।