আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় সিইপিজেডে শ্রমিকদের বেতন নিয়ে উত্তেজনা

সিইপিজেডে শ্রমিকদের বেতন নিয়ে উত্তেজনা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০১৬ , ১১:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


77চট্টগ্রাম: সিইপিজেডে চিটাগাং ফ্রেন্ডস অ্যাপারেলসে বেতন নির্ধারিত দিনে না দেওয়ায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। সোমবার (১৩ জুন) সকালে শ্রমিকরা বেতনের দাবিতে বিক্ষোভ করে। এরপর নগর পুলিশ, শিল্প পুলিশ ও বেপজার মধ্যস্ততায় বেতন পরিশোধের ঘোষণা দিলে শ্রমিকরা শান্ত হয়।

নগর পুলিশের উপ কমিশনার (বন্দর) হারুনুর রশিদ হাজারী জানান, কারখানাটির শ্রমিকদের বেতন দিতে দেরি হওয়ায় শ্রমিকরা উত্তেজিত হয়ে পড়েছিল।

খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তাদের আশ্বাস দিয়ে বেপজা কার্যালয়ে মালিক পক্ষের সঙ্গে বৈঠক হয়। এরপর বেতন প্রদান কার্যক্রম শুরু করা হয়।

বেপজার মহাব্যবস্থাপক (জিএম) খুরশীদ আলম বেলা সাড়ে ১১টায় বলেন, ‘রোববার ওই কারখানার শ্রমিকদের বেতন দেওয়ার কথা ছিল। মালিকপক্ষ ব্যাংকিং সময়ের মধ্যে বেতনের টাকা তুলে আনতে পারেনি। তাই দিতে পারেনি। আজ শ্রমিকরা অসন্তোষ প্রকাশ করেছিল। এরপর আমরা মালিক, শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করি। ইতিমধ্যে বেতন দেওয়া শুরু হয়ে গেছে। পরিস্থিতি শান্ত রয়েছে।’