আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড সিঙ্গাপুরে সরকারি অফিসে থাকবে না ইন্টারনেট

সিঙ্গাপুরে সরকারি অফিসে থাকবে না ইন্টারনেট


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৯, ২০১৬ , ২:০৪ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


Singaporeঅনলাইন আন্তর্জাতিক ডেস্ক: আগামী বছরের মে মাস থেকে সিঙ্গাপুরে সরকারি অফিসের কর্মকর্তাদের কম্পিউটার থেকে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।

বুধবার (০৮ জুন) সিঙ্গাপুরের দৈনিক দ্য স্টেটসের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এ খবর জানায়।

নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত হয়েছে বলে দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।

এদিকে, সরকারি এ সিদ্ধান্তের ফলে দেশটির প্রায় এক লাখ কর্মকর্তার অফিসের কম্পি‌উটার ইন্টারনেট সংযোগহীন হবে।

তবে সরকারি কর্মকর্তারা চাইলে ব্যক্তিগত মোবাইল ফোন বা ট্যাবে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এতে সরকারি ই-মেইল ও সার্ভারে তারা প্রবেশ করতে পারবেন না।

অপরদিকে, নিরাপত্তা নিশ্চিত ও ঝুঁকি কমাতে সিঙ্গাপুর সরকারের এ সিদ্ধান্তে দেশটির জনগণের একাংশ সম্মতি জানিয়েছে। তবে অপর অংশের মত এর মাধ্যমে তথ্য-প্রযুক্তিতে দেশটি আরো পিছিয়ে যাবে।