আজকের দিন তারিখ ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ সিদ্ধিরগঞ্জে করোনায় মৃত নারীকে গোসল করায় ২৫ জন হোম কোয়ারেন্টিনে

সিদ্ধিরগঞ্জে করোনায় মৃত নারীকে গোসল করায় ২৫ জন হোম কোয়ারেন্টিনে


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৪, ২০২০ , ৬:৫৬ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকার একটি বাড়ির ভাড়াটিয়া ও বাড়িওয়ালাসহ নয় পরিবারের ২৫ জনকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১ টায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলরের উপস্থিতিতে এ নির্দেশ দেয়া হয়। জানা যায়, ওই বাড়ির একজন নারী যিনি বাড়িওয়ালা তিনি নারায়নগঞ্জের বন্দর উপজেলার রসুলবাগ এলাকায় করোনার মৃত নারীকে(৫০) গোসল করিয়েছিলেন। গত ৩১ মার্চ বন্দরের ২৩নং ওয়ার্ডের রসুলবাগ এলাকার বাসিন্দা ওই নারী ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই নারীর মৃত্যুর পর তার রক্তের নমুনা সংগ্রহ করলে রিপোর্টে করোনা পজেটিভ পাওয়া যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় রিপোর্ট পাওয়ার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রসুলবাগ এলাকাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনায় মৃত ওই নারীর গোসল করিয়ে ছিলেন সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকার একটি বাড়ির বাড়িওয়ালা নারী। একদিন পরে শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৯টি পরিবারের ২৫ জনকে হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দিয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন বলেন, এলাকাবাসীর কাছ থেকে জানতে পেরে আমরা পরিবারগুলোর সাথে কথা বলে তাদেরকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলেছি। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, এলাকাবাসী আতংকিত হয়ে পড়ায় আমরা আপাতত সেখানে গিয়ে ৯টি পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দিয়েছি। পরবর্তীতে এ ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।