আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২১, ২০২১ , ১:৪৯ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়াপদা এলাকা থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ সাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার রাত সাড়ে ৯টায় তাদের গ্রেফতার করা হয় বলে জানান র‌্যাব ১১-এর এএসপি মো. সম্রাট তালুকদার।
গ্রেফতারকৃতরা হলেন— মো. শাওন (২৬), মো. আরিফ বিল্লাহ (৩০), মো. রায়হান (২৫), মেহেদী হাসান (২৬), সাজ্জাদ হোসেন (২৩), শাকিল ইসলাম তুষার (২৭) ও মো. মেহেদী হাসান (২৫)।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিরা নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় গাঁজা বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।