আজকের দিন তারিখ ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ সিদ্ধিরগঞ্জে পুলিশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৮, ২০২০ , ১১:২০ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এবার পুলিশ সদস্যের বিরুদ্ধে এক নারীকে (২৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় ওই নারী মামলা করেছেন। অভিযুক্ত পুলিশ কনস্টেবল আবদুল কুদ্দুস নয়ন (৩৫) রাজারবাগ পুলিশ লাইন্সে কর্মরত। সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই নারী সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকায় একটি বিউটি পার্লারে কাজ করেন। ফেসবুকে ওই পুলিশ সদস্যের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সূত্র ধরেই তাদের বিয়ে হয়। তাদের কোনো কাবিননামা ও বিয়ের রেজিস্ট্রি নথি নেই। মসজিদের হুজুর ডেকে বিয়ে পড়ানো হয়। তিনি আরও বলেন, ওই নারীর আগের স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে। আগের ঘরের দুটি সন্তানও রয়েছে। বুধবার রাতে ওই নারী থানায় এসে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। তদন্ত চলছে। তদন্তের পর আসল ঘটনাটি বোঝা যাবে।