ঈদেও সিনেমা হল বন্ধ থাকছে
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১৯, ২০২০ , ৯:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন
দিনের শেষে প্রতিবেদক : করোনা ভাইরাস সংক্রমন রোধে এবার ঈদেও সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। বাংলাদেশ প্রদর্শক সমিতির প্রশাসকের দায়িত্বে থাকা বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবদুল আউয়াল দিনের শেষেকে বলেন, “লকডাউন শুরুর দিকে সিনেমা হল বন্ধ রাখার যে সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম ঈদেও সেটি বহাল থাকছে। ফলে ঈদে কোনো সিনেমা হল খুলছে না।” বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির ২০১৯-২১ মেয়াদি নির্বাচনের অনিয়মের অভিযোগ উঠায় নির্বাচন স্থগিত করে আবদুল আউয়ালকে প্রশাসকের দায়িত্ব দিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়। দায়িত্ব নেওয়ার পর গত রোববার মধুমিতা সিনেমা হলে হল মালিকদের সঙ্গে পরিচিতি সভায় একাধিক মালিক ঈদের হল খোলার ব্যাপারে আগ্রহের কথা জানান তাকে। স্বাস্থ্যঝুঁকির মধ্যে সিনেমা হল বন্ধ রাখার পুরানো সিদ্ধান্তেই বহাল থাকার কথা মালিকদের জানান আউয়াল। দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে গত ১৮ মার্চ থেকে সিনেমা হল বন্ধ রয়েছে; পরবর্তীতে চলচ্চিত্রের শুটিংও স্থগিত রেখেছে চলচ্চিত্র সংগঠনগুলো।