আজকের দিন তারিখ ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য সিভিও পেট্রো বৃহস্পতিবার দর বাড়ার শীর্ষে

সিভিও পেট্রো বৃহস্পতিবার দর বাড়ার শীর্ষে


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৯, ২০২১ , ১২:৪৭ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক : সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি লিমিটেড বৃহস্পতিবার, ৮ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বাড়ার শীর্ষে। এ দিন শেয়ারটির দর বেড়েছে ৯ টাকা ৯০ পয়সা। ডিএসই সূত্রে জানা গেছে, এদিন শেয়ারটি সর্বশেষ ১০৯ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৯৬৭ বারে ৩ লাখ ২৮ হাজার ৮০৯টি শেয়ার লেনদেন করে। সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। বৃহস্পতিবার কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৯.৫৯ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১৬ টাকা দরে লেনদেন হয়।
এইচ.আর টেক্সটালই লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। বৃহস্পতিবার কোম্পানিটির দর ৪ টাকা ৮০ পয়সা বা ৯.৪৫ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫৫ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আজিজ পাইপস, সোনালী পেপার, সোনালী আঁশ, আনোয়ার গ্যালভানাইজিং, জেএমআই সিরিঞ্জ, সিলকো ফার্মা ও মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড।