আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি সিরাজগঞ্জে জামায়াত-বিএনপির ৬১ নেতাকর্মী কারাগারে

সিরাজগঞ্জে জামায়াত-বিএনপির ৬১ নেতাকর্মী কারাগারে


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১১, ২০১৬ , ১১:৩৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি


Bnp-jamatসিরাজগঞ্জ: দেশব্যাপী সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে সিরাজগঞ্জে ৩৬ ঘণ্টায় বিএনপি-জামায়তের ৬১ নেতাকর্মীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটক নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতা ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

শুক্রবার (১০ জুন) রাত ৮টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে ৪০ বিএনপি-জামায়াত নেতাকর্মীকে আটক করা হয়। শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামিও রয়েছে।

অপরদিকে, শুক্রবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে আরও ২১ জন বিএনপি-জামায়াত নেতাকর্মীকে আটক করা হয়। এদের মধ্যে নাশকতার মামলায় গ্রেফতারি পরোয়ানার আসামি ছাড়াও সাজাপ্রাপ্ত আসামি রয়েছে। শনিবার এদের আদালতে সোপর্দ করা হবে বলে জানান পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।