সিরাজগঞ্জে দেশীয় অস্ত্র-চোরাই মালামাল উদ্ধার
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০১৬ , ১২:৪৮ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও বেশকিছু চোরাই মালামাল উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১২ জুন) বিকেলে সদর উপজেলার মেছড়া ইউনিয়নের দুর্গম চরাঞ্চল গটিয়ার চরে এ অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বারেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গটিয়ার চর এলাকায় আলম ডাকাতের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন পালিয়ে যায়।
পরে আলম ডাকাতের ছেলে জুয়েলের ঘরে তল্লাশি চালিয়ে ১টি পিস্তল, ৬টি রামদা, ১টি চাইনিজ কুড়াল, ২টি মোটরসাইকেল, ১টি কম্পিউটার, ৮টি ভুয়া রেজিস্ট্রেশনের কাগজ, ৩টি মোটরসাইকেলের নম্বরপ্লেট, মোটরসাইকেলের ১০টি চাবি, ৩টি চেইন তালা ও মোটরসাইকেল মেরামতের যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
এ ঘটনায় আলম ডাকাতের ছেলে জুয়েলকে (৩০) আসামি করে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এসআই বারেক।