আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস সিরিজে টিকে থাকতে বাংলাদেশের প্রয়োজন ৯৬ রান

সিরিজে টিকে থাকতে বাংলাদেশের প্রয়োজন ৯৬ রান


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১১, ২০২৩ , ৫:০৪ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : প্রথম ম্যাচ হেরে যাওয়ায় সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। বাঁচা মরার এমন ম্যাচেই জলে উঠলেন বাংলাদেশের বোলাররা। দুর্দান্ত বোলিং আর ফিল্ডিংয়ে ভার‍তকে ৯৫ রানে আটকে রেখেছে নিগার সুলতানা জ্যোতির দল।
এদিন টস জিতে শুরুটা ভালো করেছিল ভারত। ইনিংসের দ্বিতীয় ওভার করতে আসা বাংলাদেশি পেসার মারুফা আক্তারের এক ওভারেই আসে তিন বাউন্ডারি। তবে এরপর দ্রুত ঘুরে দাঁড়িয়েছে টাইগ্রেসরা। নিয়মিত বিরতিতে উইকেট তুলে ভারতকে আর আক্রমণের সুযোগ দেয়নি স্বাগতিকরা। দলীয় ৩৩ রানে আটকে থেকে তিন উইকেট হারায় ভারত, ফিরে যান স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা ও হরমনপ্রিত কর। এরপর ছোট ছোট জুটি হলেও কোনো জুটিকেই উইকেটে থিতু হতে দেননি বাংলাদেশের মেয়েরা। ভারতের পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেন শেফালী ভার্মা। এছাড়া স্মৃতি ১৩, আমানজৌত্র করেন ১৪ রান। বাংলাদেশের হয়ে তিন উইকেট নেন সুলতানা খাতুন। এছাড়া জোড়া উইকেট নেন ফাহিমা খাতুন।