আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড সিরিয়ায় হাসপাতালে বিমান হামলায় নিহত ১৫

সিরিয়ায় হাসপাতালে বিমান হামলায় নিহত ১৫


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ৭:১০ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


syriaকাগজ অনলাইন ডেস্ক: সিরিয়ায় একটি হাসপাতালে বিমান হামলায় নিহত হয়েছে কমপক্ষে ১৫ জন।

হাসপাতালটি সিরিয়ার আলেপ্পো শহরে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় অবস্থিত। এ ঘটনায় আহত হয়েছে বহু লোক।

বিবিসি অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

মানবাধিকার ও পর্যবেক্ষণকর্মীরা জানিয়েছেন, শার জেলায় বায়ান হাসপাতালে বিমান হামলায় ওইসব হতাহতের ঘটনা ঘটেছে।

হামলার পর হাসপাতালের ঝলসিত ও বিধ্বস্ত ভবন থেকে মরদেহ উদ্ধার করা হয়। বেশ কয়েকজন আহতকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কোন পক্ষ এই হাসপাতালে হামলা চালিয়েছে, তা নিশ্চিত নয়। তবে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আলেপ্পোর বিদ্রোহীনিয়ন্ত্রিত এলাকা দখল করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মঙ্গলবার প্রেসিডেন্ট বাশার বলেন, ‘বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা প্রতি ইঞ্চি মাটি মুক্ত করব।’ বাশার আরো বলেন, ‘আলেপ্পো ঘিরে বিদ্রোহীদের মদদদাতা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান যে স্বপ্ন দেখছেন, তা সেখানে কবর দেওয়া হবে।’

সিরিয়ার নতুন পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় প্রেসিডেন্ট বাশার মঙ্গলবার এ কথা বলেন।

এদিকে দুঃখজনক বিষয় হলো- পবিত্র রমজান মাসেও সিরিয়ায় হত্যা চলছেই। তাও আবার হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়ে হত্যা করা হচ্ছে।

গত পাঁচ বছর ধরে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। ৪ লাখের লোক নিহত হয়েছে এবং আশ্রয়হীন হয়েছে প্রায় ৭০ লাখ লোক।