আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ সিলেটের ৮ ইউপি নির্বাচন ১৬ মার্চ, আ.লীগের প্রার্থী চূড়ান্ত

সিলেটের ৮ ইউপি নির্বাচন ১৬ মার্চ, আ.লীগের প্রার্থী চূড়ান্ত


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৬, ২০২৩ , ২:৩১ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


দিনের শেষে ডেস্ক : সিলেট সদর উপজেলার ৩টি ও ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হচ্ছে। ফলে সিলেটের দুই উপজেলার ৮টি ইউনিয়নে ভোটের আমেজ বিরাজ করছে। এরইমধ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দলীয় ৮ প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে। সিলেট সদর উপজেলার তিনটি ইউনিয়নে টুকেরবাজারে রাজু গোয়ালা, খাদিমপাড়ায় সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বিলাল ও খাদিমনগরে ইকলাল আহমদকে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে তৈয়বুর রহমান শাহিন, মাইজগাঁও ইউনিয়নে জুবেদ আহমদ চৌধুরী শিপু, ঘিলাছড়া ইউনিয়নে সাইফুল ইসলাম, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে লুদু মিয়া ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে জুনেদ আহমদ নৌকার প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামি ১৯ ফেব্রুয়ারি, মনোনয়ন বাছাই ২০ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাতিল আদেশের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ তারিখ ২৩ ফেব্রুয়ারি, দায়েরকৃত আপিল নিষ্পত্তি ২৬ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ২৮ ফেব্রুয়ারি ও ১৬ মার্চ সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে নির্বাচনকে ঘিরে ইউনিয়নগুলোতে উৎসবের আমেজ বিরাজ করছে। সিলেট সদর উপজেলার তিনটি ইউনিয়নে ওয়ার্ডগুলোকে বিন্যাস করা হয়। সিলেট সিটি কর্পোরেশনের বর্ধিত অংশে পার্শ্ববর্তী ইউনিয়নগুলোর বিভিন্ন অংশ অন্তর্ভুক্ত করা হয়। এরজন্য অন্যান্য ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন হলেও থমকে যায় টুকেরবাজার, খাদিমনগর ও খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন। সর্বশেষ দফায় দফায় শুনানী শেষে ইউনিয়ন পরিষদের সীমানা সংক্রান্ত গেজেট প্রকাশিত হয় এবং নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে। এরপর থেকে ভোটারদের ঘরে ঘরে ছুটছেন প্রার্থীরা।