আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ সিলেটে অটোরিকশা-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১

সিলেটে অটোরিকশা-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ১০:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


Sylhetসিলেট: সিলেটে সিএনজি অটোরিকশা-প্রাইভেটকারের সংঘর্ষে এমরান আহমদ (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৫জন।

দুর্ঘটনায় আহতরা হলেন-পাবেল, জসিম উদ্দিন, পারভেজ, আনোয়ার হোসেন ও হাজেরা বিবি।

মঙ্গলবার (৩১ মে) রাত সোয়া ১০টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের কটালপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক সিএনজি অটোরিকশা চালক বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানায়, সিলেট থেকে ফেঞ্চুগঞ্জগামী সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীতগামী একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় অটোরিকশা চালক এমরান।

সিলেট মহানগরীর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।