আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন সিলেটে মাহফুজের সঙ্গী বুবলী

সিলেটে মাহফুজের সঙ্গী বুবলী


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: নভেম্বর ৪, ২০২২ , ১১:০৯ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : প্রায় ৮ বছর পর সিনেমায় কাজ করছেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। সিনেমার নাম ‘প্রহেলিকা’। এতে মাহফুজের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। গত বুধবার থেকে সিলেটে শুরু হয়েছে এ সিনেমাটির শুটিং। নির্মাতা চয়নিকা চৌধুরীর সূত্রে জানা যায়, টানা ২৮ দিন শুটিং হবে। সিনেমায় ৪টি গান রয়েছে। একটির শুটিং হবে বান্দরবানে। বাকি গান ও সিনেমার সিকোয়েন্সেরে শুটিং করা হবে সিলেটের মনোরম পরিবেশে। সিনেমা প্রসঙ্গে চয়নিকা বলেন, প্রহেলিকা অর্থ রহস্য। তাই শুটিং শেষের আগ পর্যন্ত সবকিছু রহস্যই থাক। প্রেক্ষাগৃহে গিয়ে দর্শক রহস্য উন্মোচন করুক। এদিকে বেশ কিছুদিন আগেই চাদর সিনেমার শুটিং করে ফিরেছেন বুবলী। শুটিং থেকে ফিরেই এবার তিনি ব্যস্ত হলেন নতুন সিনেমার শুটিংয়ে। মাহফুজের বিপরীতে কাজ করা প্রসঙ্গে বুবলী বলেন, আমার অসম্ভব প্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ ভাই। প্রিয় অভিনেতার সঙ্গে কাজ করছি এটা আমার জন্য অবশ্যই আনন্দের। এ ছাড়া চয়নিকা চৌধুরীর সঙ্গেও এটি প্রথম কাজ। আশা করি ভালো কিছুই হবে।