আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// সিলেটে সৎ মা, ভাই-বোনকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক

সিলেটে সৎ মা, ভাই-বোনকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৯, ২০২১ , ১২:৫২ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


সিলেট প্রতিনিধি : সিলেট শহরতলীর শাহপরান এলাকায় মা ও দুই অবুঝ সন্তানকে কুপিয়ে হত্যা করেছে সৎ ছেলে। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘাতক আবারকে গ্রেপ্তার করেছে। নিহতরা হলেন- মা রুবিয়া বেগম এবং তার ৯ বছরের মেয়ে তাহা ও ৫ বছরের ছেলে তাহসান। তাদের মূল বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলায়, শহতলীর শাহপরানের বিআইডিসি এলাকায় বসবাস করছেন।
শাহপরান থানায় ওসি সৈয়দ আনিসুর রহমান জানিয়েছেন- মধ্যরাতে সৎ ছেলে আবার ছুরি দিয়ে তার সৎ মা, বোন ও সৎ ভাইকে কোপায়। এতে ঘটনাস্থলেই মা ও বোন মারা যান। আর আহত অবস্থায় তার সৎ ভাই তাহসনাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোরে মারা যায় তাহসানও।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবাদ বলেছে, তার নিজের মা বিয়ানীবাজারে থাকে। তার বাবা সৎমাকে নিয়ে শাহপরান এলাকায় থাকে। কয়েক মাস আগে দোকান দেখাশোনার জন্য তার বাবা তাকে এখানে আনে। কিন্তু বিষয়টি তার সৎমা পছন্দ করেনি। কয়েক দিন ধরে সৎমায়ের আচরণে ক্ষিপ্ত হয়েই সে তাদের ওপর হামলা চালায়। শুধু হত্যা করেই ক্ষ্যান্ত হয়নি আবাদ, লাশগুলো পুড়িয়ে ফেলার চেষ্টাও করে সে।