আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব সুইডেন-ফিনল্যান্ডের একসাথে ন্যাটোতে যোগদানের থেকে দ্রুত যোগদান গুরুত্বপূর্ণ

সুইডেন-ফিনল্যান্ডের একসাথে ন্যাটোতে যোগদানের থেকে দ্রুত যোগদান গুরুত্বপূর্ণ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৪, ২০২৩ , ৫:৫২ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, জোটে ফিনল্যান্ড এবং সুইডেনের একসঙ্গে যোগদানের থেকে তাদের দ্রুত যোগদান অনুমোদন গুরুত্বপূর্ণ। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়া আক্রমণ শুরু করে। এরপর ফিনল্যান্ড-সুইডেন ন্যাটোতে যোগদানের আবেদন করে। হাঙ্গেরি এবং তুরস্ক ব্যতীত ন্যাটোর বাকি সকল সদস্য তাদের আবেদনে অনুমোদন দিয়েছে। ব্যাপকভাবে বাধা দিয়েছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইঙ্গিত দিয়েছেন, তার দেশ ফিনল্যান্ডের আবেদন অনুমোদন করতে পারে, তবে সুইডেনের নয়।
রয়টার্স জানিয়েছে, পশ্চিমা কর্মকর্তারা বলেছেন, তারা উভয় দেশকে একসাথে ন্যাটোতে যোগদান দেখতে পছন্দ করেন। কারণ একই সাথে তাদের ন্যাটোর সামরিক কাঠামোতে একীভূত করা সহজ হবে। সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ ব্রাসেলসে মঙ্গলবার ন্যাটো প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের আগে মিডিয়ার কাছে বলেন, মূল প্রশ্ন হলো ফিনল্যান্ড এবং সুইডেনের সদস্যপদ একসাথে অনুমোদন হচ্ছে কিনা তা নয়, আসল প্রশ্ন হলো, উভয়ই দ্রুত সদস্য পদ পাচ্ছে কিনা। তিনি বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে, উভয়ই পূর্ণ সদস্য হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব উভয়কেই অনুমোদন করা হবে। এর জন্য আমি কঠোর পরিশ্রম করছি।’ সূত্র: গার্ডিয়ান