আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব সুদানের প্রেসিডেন্ট ভবন দখল আধাসামরিক বাহিনীর

সুদানের প্রেসিডেন্ট ভবন দখল আধাসামরিক বাহিনীর


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৫, ২০২৩ , ৫:০২ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : সুদানের শক্তিশালী আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) জানিয়েছে, তারা প্রেসিডেন্টের বাসভবন দখল করেছে। শনিবার আরএসএফ এক বিবৃতিতে এ দাবি করেছে। বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সেনাপ্রধানের বাসভবন, প্রেসিডেন্ট প্রাসাদ এবং খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দর দখল করেছে। এছাড়া উত্তরের শহর মোরোউই এবং পশ্চিমের আল-ওবেইদের বিমানবন্দর তারা দখল করেছে।

গত কয়েক দিন ধরে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে উত্তেজনা চলে আসছিল। এই পরিস্থিতিতে শনিবার রাজধানী খার্তুমে শনিবার ভারী গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আরএসএফ এক বিবৃতিতে বলেছে, ‘শনিবার খার্তুমের সোবায় ক্যাম্পে সেনাবাহিনীর একটি বড় ইউনিট প্রবেশ করে এবং সেখানে আধাসামরিক বাহিনীকে অবরুদ্ধ করে ফেলে।’

এতে বলা হয়েছে, সেনা বাহিনী ‘সব ধরনের ভারী এবং হালকা অস্ত্র দিয়ে একটি আকস্মিক আক্রমণ শুরু করেছে। তবে সুদানের সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, আধাসামরিক বাহিনী সামরিক ঘাঁটিতে হামলা করেছে।