আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব সুদানে সেনা অভ্যুত্থানের খবর, প্রধানমন্ত্রীসহ ৫ মন্ত্রী গ্রেপ্তার

সুদানে সেনা অভ্যুত্থানের খবর, প্রধানমন্ত্রীসহ ৫ মন্ত্রী গ্রেপ্তার


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৫, ২০২১ , ৪:১৬ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : সুদানে অন্তর্র্বতী সরকারের সদস্য ও অন্যান্য বেসামরিক নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। এমন সময় এ ঘটনা ঘটলো যখন দেশটিতে একটি অভ্যুত্থান হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে প্রধানমন্ত্রী আবদালাহ হামদক রয়েছেন। এদের সবাইকে নিজ নিজ বাড়িতে গৃহবন্দী অবস্থায় রাখা হয়েছে। সোমবার বিবিসি এ খবর জানায়। এটি এখনো পরিষ্কার নয় যে, কারা তাদের আটক করেছে। তবে গ্রেপ্তারের ঘটনাগুলো ঘটেছে সোমবার ভোররাতের দিকে। দেশটির সেনাবাহিনী এ নিয়ে এখনো কোন মন্তব্য করেনি। তবে গনতন্ত্রপন্থী দলগুলো আন্দোলনের ডাক দিয়েছে। তারা সমর্থকদের সেনা অভ্যুত্থান প্রতিহত করার আহবান জানিয়েছে। রাজধানী খার্তুমে ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে রাস্তায় ক্ষুব্ধ জনতার বিক্ষোভের ছবি প্রকাশিত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে শহরের একজন বাসিন্দা জানান, শহরজুড়ে সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। সাধারণ জনগণকে বাইরে চলাচলে বাধা দেয়া হচ্ছে। খার্তুম বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে। সকল আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করা হয়েছে। বছর দুই আগে দেশটির দীর্ঘদিনের শাসক ওমার-আল-বাশিরকে ক্ষমতাচ্যুত করার পর একটি অন্তর্র্বতী সরকার গঠন করা হয়। এরপর থেকে বেসামরিক ও সামরিক নেতৃবৃন্দের মধ্যে বিবাদ তৈরি হয়। যদিও তারা ক্ষমতা ভাগাভাগি করে আসছিল। তবে গত মাসে ওমার-আল-বাশিরের সমর্থকরা অভ্যুত্থানের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এরপর থেকে দেশটিতে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এ মাসের শুরুতে অন্তর্র্বতী সরকারের বিরোধীরা রাস্তায় আন্দোলন নেমে সেনাবাহিনীকে ক্ষমতা নিয়ে নেয়ার আহ্বান জানিয়েছিল। গনতন্ত্রপন্থীরা বলছে, এ আন্দোলন আসলে ক্ষমতা দখলের জন্য সেনাবাহিনীর সংগঠিত প্রচেষ্টা। গত বৃহস্পতিবার অন্তর্র্বতী সরকারের প্রতি সমর্থন জানিয়ে রাজধানী শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করে। তবে দেশটিতে অর্থনৈতিক মন্দা দেখা দেয়ায় গত কয়েক মাসে অন্তর্র্বতী সরকারের জনপ্রিয়তা বেশ পড়ে গেছে। রয়টার্সের ছবিতে দেখা গেছে, বিক্ষোভকারীরা রাজধানী খর্তুমে সড়ক অবরোধ করে টায়ার পুড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। যুক্তরাষ্ট্র বলছে, অভূত্থানের খবরে তারা উদ্বিগ্ন।