আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ সুনামগঞ্জে বৃদ্ধ বাবাকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, ছেলে কারাগারে

সুনামগঞ্জে বৃদ্ধ বাবাকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, ছেলে কারাগারে


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৭, ২০২১ , ১:৫৭ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক উপজেলায় বৃদ্ধ বাবাকে লোহার শিকল দিয়ে বেঁধে শারীরিক নির্যাতনের ঘটনায় ছেলে সুহেল মিয়াকে (৩২) গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের রুক্কা গ্রামে নেশার টাকা জোগাড় করে না দেওয়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মমস্বর আলীর (৭৫) একমাত্র ছেলে সুহেল মিয়া (৩২)। সুহেল মিয়ার নেশাগ্রস্থ। সে নেশা করার টাকা না পেলে তার বৃদ্ধ বাবাকে নির্যাতন করতো। বৃহস্পতিবার রাতে সুহেল মিয়া নেশা করার জন্য বৃদ্ধ বাবাকে টাকা দিতে বলে, তার বাবা টাকা জোগাড় করে না দিতে পারায় শিকল দিয়ে বেঁধে বৃদ্ধ বাবাকে মারপিট করে আহত করে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা অভিযুক্ত ছেলেকে আটক করেছি, সে আসলে নেশাগ্রস্ত ছিল, তাকে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।