আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ সুনামগঞ্জে ৫ মিনিটের ব্যবধানে বৃদ্ধাকে দুটি টিকা

সুনামগঞ্জে ৫ মিনিটের ব্যবধানে বৃদ্ধাকে দুটি টিকা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২১, ২০২১ , ১২:০৪ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


সুনামগঞ্জ ও তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে এক বৃদ্ধাকে পাঁচ মিনিটের ব্যবধানে দুবার সিনোফার্মের দুই ডোজ করোনা টিকা দেওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার দুপুর সাড়ে ১২টায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের নিচতলার টিকাদান কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই বৃদ্ধার নাম খুদেজা খাতুন (৭৪)। তিনি ওই উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের নোয়ানগর গ্রামের খেলু মিয়ার স্ত্রী। টিকাগ্রহণকারী খুদেজা খাতুন জানান, সকালে স্বামীর সঙ্গে টিকা কেন্দ্রে গিয়েছিলেন। এক ডোজ টিকা দেওয়ার পর তার শরীর দুর্বল লাগছিল। তাই তিনি পাশে আরেকটি চেয়ারে গিয়ে বসলে আরেকজন সেবিকা হঠাৎ করে এসে তার শরীরে আরেক ডোজ টিকা পুশ করে দেন। খুদেজা খাতুনের স্বামী খেলু মিয়া বলেন, স্ত্রীকে দুবার টিকা দেওয়ার বিষয়টি আরেকজন সেবিকাকে জানালে তিনি বলেন, কিছু হবে না আপনারা বাড়িতে চলে যান। এ ব্যাপারে অন্যদের জিজ্ঞেস করেও তিনি কোনো সদুত্তর পাননি।
এ ব্যাপারে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ আরু আহম্মেদ শাফি দিনের শেষে প্রতিনিধিকে বলেন, আমি ঢাকায় রয়েছি, এ বিষয়ে কিছু জানি না। তবে এক ব্যক্তিকে একই দিনে দুবার ভ্যাকসিনের ডোজ দেওয়ার কোনো নিয়ম নেই; বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, একই ব্যক্তিকে দুই ডোজ ঠিকা দেওয়ার কোনো কারণ নেই। এমন কোনো অভিযোগ আমি শুনিনি। তবে আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। এমন অভিযোগের সত্যতা পাওয়া গেলে অবশ্যই তদন্তপূর্বক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।