আজকের দিন তারিখ ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন সুনেরাহ’র ‘অগ্নিপুরুষ’

সুনেরাহ’র ‘অগ্নিপুরুষ’


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: নভেম্বর ৮, ২০২২ , ১১:৩১ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : বাংলাদেশি মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। চলচ্চিত্রের পাশাপাশি ওয়েব সিরিজে অভিনয় নিয়ে ব্যস্ত হয়ে উঠেছেন তিনি। এবার তাকে দেখা যাবে ‘অগ্নিপুরুষ’ নামের একটি ওয়েব সিরিজে। এটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। সম্প্রতি রাজধানীর বেশকিছু স্থানে এই সিরিজের শুটিং চলছে। এতে সুনেরাহর বিপরীতে দেখা যাবে অভিনেতা সোহেল মণ্ডলকে। জুটি হিসেবে এটি তাদের প্রথম কাজ। সিরিজটি নিয়ে সুনেরাহ বলেন, ‘অগ্নিপুরুষ’র চরিত্র বেশ চ্যালেঞ্জিং মনে হয়েছে। গল্পে নতুনত্ব আছে, এতে আমাকে ফায়ার ফাইটারের স্ত্রীর চরিত্রে দেখা যাবে। এমন চরিত্রে প্রথম কাজ করা। চেষ্টা করছি, অভিনয় দিয়ে চরিত্রটি দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তোলার। গল্প, চরিত্র, নির্মাণ- সবকিছু মিলিয়ে সিরিজটি অনেকের ভালো লাগবে বলেই আশা করছি। প্রসঙ্গত, চলচ্চিত্রে সুনেরাহ’র অভিষেক হয় ‘ন ডরাই’ সিনেমার মাধ্যমে। প্রথম সিনেমাতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি ওয়েব সিরিজ ছাড়াও শিগগিরই সুনেরাহকে দেখা যাবে দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ ছবিতে। এতে তিনি অভিনয় করেছেন রোবটিকসের শিক্ষার্থীর চরিত্রে।