সুভাস ঘাইয়ের ছবিতে টাইগার শ্রফ
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ১১:৩১ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন
অনলাইন বিনোদন ডেস্ক: বলিউডের খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক সুভাস ঘাইয়ের পরবর্তী মুভিতে একটি প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ‘বাগি’ খ্যাত অভিনেতা টাইগার শ্রফ। সবকিছু পরিকল্পনামাফিক এগুলে শিগগিরই মুভিটির শুটিং হবে বলে ‘মুম্বাই মিরর’ তাদের এক প্রতিবেদনে জানায়।
খবর ইন্ডিয়া টুডে’র সুভাস ঘাইয়ের মুভি ‘হিরু’র মধ্য দিয়েই বলিউডে গুরুত্বপূর্ণ ব্রেক হয়েছিল টাইগার শ্রফের বাবা জেকি শ্রফের। মুভিটি আশির দশকে ব্লকবাস্টার হয়েছিল। আর এবার তার ছেলে টাইগার সুভাসের মুভিতে অভিনয় করতে যাচ্ছেন।
৭১ বছর বয়সী সুভাস ঘাইও তার পরবর্তী মুভিতে টাইগারকে নেয়ার কথা নিশ্চিত করেছেন। এদিকে, শ্রদ্ধার কাপুরের বিপরীতে টাইগার শ্রফ অভিনীত ‘বাগি : এ রেবেল ফর লাভ’ মুভিটি সম্প্রতি মুক্তি পেয়েছে। মুভিটি বক্স অফিসে বেশ সাফল্য পেয়েছে।
ফলে খুশির বন্যায় ভাসছেন শ্রফ জুনিয়র। এছাড়া শিগগিরই তাকে জ্যাকুলিন ফার্নান্দেজের বিপরীতে রেমো ডি সুজার মুভি ‘অ্যা ফ্লাইং জেট’ মুভিতে দেখা যাবে।