সুমাত্রায় মাঝারি ভূমিকম্প
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ১০:৩৫ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড
অনলাইন আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার দক্ষিণ সুমাত্রায় ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে যা ৪ দশমিক ৬ মাত্রার।
শনিবার (০৪ জুন) বাংলাদেশ সময় সকাল ৯টা ১৮ মিনিটে দ্বীপটিতে এ ভূকম্পন অনুভূত হয়েছে।
ভূমিকম্প পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা-সিএসইএম জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে যার উৎপত্তি ছিল ৪০ কিলোমিটার গভীরে।
তবে এতে কোনো ক্ষয়ক্ষতির শঙ্কা নেই বলেও জানিয়েছে তারা।
ভৌগোলিক কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প দেখা দেয়। ২০০৪ সালে এই সুমাত্রায়তেই ভূমিকম্প পরবর্তী সুনামিতে ১ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়।