আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন সুশান্ত-স্বস্তিকার যে ভিডিও ভাইরাল!

সুশান্ত-স্বস্তিকার যে ভিডিও ভাইরাল!


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৪, ২০২০ , ১১:২৩ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  গত মাসেই আত্মহত্যা করে পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন বলিউডের তারকা অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তার এই আকস্মিক চলে যাওয়া এখনো মেনে নিতে পারছে না ভক্তরা। সেই সঙ্গে সুশান্তের সঙ্গে যারা কাজ করেছেন, তারাও ভুলতে পারছেন না তার স্মৃতি।

তেমনই একজন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। তিনি অভিনয় করেছেন সুশান্তের শেষ সিনেমা ‘দিল বেচারা’-তে। প্রাণোচ্ছল অভিনেতা সুশান্তের স্মৃতি রোমন্থন করে তিনি শেয়ার করেছেন একটি ভিডিও। যেখানে দেখা গেছে, তার সঙ্গে নাচছেন সুশান্ত।

ভিডিও দেখেই বোঝা যায়, শুটিংয়ের ফাঁকে মজার ছলেই স্বস্তিকার সঙ্গে নেচেছেন সুশান্ত। তাদের নাচের ব্যাকগ্রাউন্ডে বাজছিল ‘রাজু বান গায়া জেন্টলম্যান’ সিনেমার গান।

স্বস্তিকার শেয়ার করার পর ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে যায় চারদিকে। রীতিমত ভাইরাল হয়ে গেছে সুশান্ত ও স্বস্তিকার সেই ভিডিও।

উল্লেখ্য, সুশান্তের সঙ্গে আরো একটি সিনেমায় অভিনয় করেছেন স্বস্তিকা মুখার্জি। সেটি ছিল দিবাকর ব্যানার্জি পরিচালিত ‘ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সি’।