আজকের দিন তারিখ ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব সু চি’র ৩ প্রার্থীকে অপহরণ

সু চি’র ৩ প্রার্থীকে অপহরণ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২০, ২০২০ , ১১:২৪ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : মিয়ানমারে চলছে নির্বাচনী প্রস্তুতি। আসছে ৮ নভেম্বরে অনুষ্ঠিত হবে দেশটির সাধারণ নির্বাচন। এই দেশটির পশ্চিমাঞ্চলের রাখাইন স্টেটের বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি অং সান সু চির দলের তিন প্রার্থীকে অপহরণ করেছে। এরই মধ্যে অপহরণের দায়ও স্বীকার করেছে আরাকান আর্মি। অপহৃতদের ছাড়তে আন্দোলন করতে গিয়ে গ্রেফতার হওয়া শিক্ষার্থীদের মুক্তির দাবি জানিয়েছেন বিদ্রোহীরা। খবর আল-জাজিরার। নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে এলডি দলের মিন অং, নি নি মে মিন্ট ও চিত চিত চা তাদের প্রচারণা চালাতে গেলে অপহরণের শিকার হন। অঞ্চলটিতে সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করতে থাকা আরাকান আর্মি সোমবার বিবৃতিতে জানিয়েছে, প্রার্থীদের বিষয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত তদন্ত চলবে। একই সঙ্গে বলা হয়েছে, আটক শিক্ষার্থীদের মুক্তি দিলে তিন প্রার্থীদের বিষয়ে তারাও বিবেচনা করবে। রাখাইন রাজ্যে গত বছর থেকে সহিংসতা তীব্র আকার ধারণ করেছে। লড়াই চলছে সামরিক বাহিনী ও আরাকান আর্মির মধ্যে। আরাকান যোদ্ধারা জাতিগতভাবে রাখাইন এবং প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী। এই সংঘাতে চলতি বছরের শুরুর দিক থেকে প্রায় ২০ হাজার বেসামরিক লোক ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। এলডির সমর্থকেরা জানিয়েছেন, গত সপ্তাহে আরকান আর্মির সদস্যরা তাদের মারধর করে ওই তিন প্রার্থীকে তুলে নিয়ে যায়।