সূচকের পতনে বেড়েছে লেনদেন
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ২, ২০২১ , ৫:১৪ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য
দিনের শেষে ডেস্ক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গলবার বড় পতন হয়েছে পুঁজিবাজারে। এদিন সব পুঁজিবাজারে প্রধান সূচক কমেছে। একই সাথে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে সামান্য বেড়েছে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৩.৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৯৫৪.৩৫ পয়েন্টে। এদিন ডিএসইতে ১ হাজার ২৯৫ কোটি ১১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৯ কোটি ৭২ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল এক হাজার ২৭৫ কোটি ৩৯ লাখ টাকার।
ডিএসইতে আজ ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারদর বেড়েছে ১৪৭টির বা ৩৯.১০ শতাংশের, শেয়ার দর কমেছে ২০১টির বা ৫৩.৪৬ শতাংশের এবং ২৮টির বা ৭.৪৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ( সিএসই) আজ ৪৩ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।