আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য সূচকের ব্যাপক পতনেও বেড়েছে লেনদেন

সূচকের ব্যাপক পতনেও বেড়েছে লেনদেন


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ৩০, ২০২১ , ৫:২৬ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে ডেস্ক :    গত কার্যদিবসে কিছুটা উত্থান হলেও সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩০ নভেম্বর) ব্যাপক পতনে শেষ হয়েছে পুঁজিবাজরের লেনদেন। এদিন পুঁজিবাজরের প্রধান সূচক কমেছে। সূচকের সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে।

ডিএসইতে আজ প্রধান সূচক ডিএসইএক্স ৯২.২৫ পয়েন্ট কমে ৬ হাজার ৭০৩.২৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে আজ ১ হাজার ১৪৬ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৪৩৮ কোটি ৬৯ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৭০৮ কোটি ১৮ লাখ টাকার।

ডিএসইতে ৩৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে আজ। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬৫টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ২৬৬টির এবং ৪০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৫০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।