আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন সৃষ্টিকর্তার ইচ্ছায় একদিন মা হব কারিনা

সৃষ্টিকর্তার ইচ্ছায় একদিন মা হব কারিনা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১০, ২০১৬ , ৩:০৯ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


grandঅনলাইন বিনোদন ডেস্ক: শিগগিরই মা হতে যাচ্ছেন এমন খবর বা গুজবকে সরাসরি উড়িয়ে না দিয়ে কিছুটা সতর্ক জবাব দিয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান।  নারী বিধায় সৃষ্টিকর্তার ইচ্ছায় একদিন মা হবেন বলে জানান তিনি।

মুম্বাইয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। খবর পিটিআই’র গত কয়েকদিন ধরেই বলিউডজুড়ে জোর গুঞ্জন উঠেছে যে কারিনা নাকি সাড়ে তিন মাসের গর্ভবতী।

বিশেষ করে সম্প্রতি ইউনিসেফের একটি অনুষ্ঠানে কারিনার উপস্থিতি ও সেখানে তার নড়াচড়ার ভঙ্গি এমন গুঞ্জনকে আরো জোরালো করে। অবশেষে এসব গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলতে হলো তাকে।

মা হচ্ছেন এমন খবর সত্যি কিনা এমন প্রশ্নে কারিনার জবাব, ‘আশা করি সৃষ্টিকর্তা বোধোয় চাচ্ছেন। আমি একজন নারী। তবে ঠিক এই মুহূর্তে এ ব্যাপারে বলার কিছু নেই।’ গর্ভবতী হওয়া নিয়ে গণমাধ্যমে প্রচারিত খবরে নিজে বেশ উচ্ছ্বসিত বলেও জানান ‘কি অ্যান্ড কা’ তারকা কারিনা।

এদিকে, কারিনা অভিনীত পরবর্তী মুভি ‘উড়তা পাঞ্জাব’এ তার বিপরীতে আছেন সাবেক প্রেমিক শহীদ কাপুর।

এতে আরো আছেন আলিয়া ভাট ও দিলজিত দোসাঞ্জ। মুভিটি আগামী ১৭ জুন মুক্তির কথা রয়েছে।