আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব সেনাবাহিনীর সমালোচনা, টিভি উপস্থাপনা থেকে সরানো হল হামিদ মিরকে

সেনাবাহিনীর সমালোচনা, টিভি উপস্থাপনা থেকে সরানো হল হামিদ মিরকে


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০২১ , ২:১৩ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : সেনাবাহিনীর সমালোচনা করার কয়েক দিন পর পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিক হামিদ মিরের সঞ্চালিত একটি টেলিভিশন টক শো বাতিল করা হয়েছে। সোমবার জিও নিউজ কর্তৃপক্ষ তাকে ওই অনুষ্ঠান উপস্থাপনা থেকে সরিয়ে দিয়েছে বলে আল জাজিরার খবরে বলা হয়েছে। পাকিস্তানের টিভি চ্যানেল জিও নিউজে ‘ক্যাপিটাল টক’ নামের একটি অনুষ্ঠান উপস্থাপনা করতেন সাংবাদিক হামিদ মির।
গত সপ্তাহে ইসলামাবাদে নিজ বাড়িতে পাকিস্তানি সাংবাদিক আসাদ আলী তুরের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত এক আয়োজনে দেশটির সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সমালোচনা করেছিলেন হামিদ মির। নিজের টক শোতে ওই ঘটনার সমালোচনা করে হামিদ মির বলেন, ‘আমাদের আঘাত করতে তোমরা যদি আমাদের বাড়ি ভেঙে ঢুকে পড়ো, ভালো কথা, আমরা তোমাদের বাড়িতে প্রবেশ করতে পারবো না কারণ তোমাদের ট্যাংক আর বন্দুক আছে, কিন্তু আমরা বিষয়গুলো প্রকাশ করে দিতে পারি, তোমাদের বাড়ির ভিতরের বিষয়গুলো।’
আল–জাজিরাকে হামিদ মির জানান, গতকাল সন্ধ্যায় জিও নিউজ কর্তৃপক্ষ তাকে জানিয়েছে, তিনি আর ‘ক্যাপিটাল টক’ উপস্থাপনা করছেন না। তিনি আরও বলেন, চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ওপর ভীষণ চাপ সৃষ্টি করা হয়েছে। তবে তারা জানায়নি, এ চাপের পেছনে কারা রয়েছে। হামিদ মিরকে জনপ্রিয় ‘ক্যাপিটাল টক’ অনুষ্ঠানের উপস্থাপনা থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি জিও নিউজ কর্তৃপক্ষ আল–জাজিরাকে নিশ্চিত করেছে। তাকে সরিয়ে দিতে চাপ থাকার কথাও স্বীকার করেছে চ্যানেলটি। তবে শো বাতিল হওয়ার পর চাপের মুখে নতি স্বীকারে অস্বীকৃতি জানিয়েছেন হামিদ মির।
এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘অতীতে আমাকে দুইবার নিষিদ্ধ করা হয়েছে। দুইবার চাকরি হারিয়েছি। হত্যা চেষ্টা থেকে বেঁচে ফিরেছি কিন্তু সংবিধানে প্রদত্ত অধিকারের কথা বলা থামাইনি। আমার কাছে কোনো কিছুই নতুন নয়।’