আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ সেবায়েত হত্যায় আটক হাশেম ৫ দিনের রিমান্ডে

সেবায়েত হত্যায় আটক হাশেম ৫ দিনের রিমান্ডে


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০১৬ , ৬:০৫ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


2কাগজ অনলাইন প্রতিবেদক: পাবনায় ঠাকুর অনুকূল চন্দ্র সেবাশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পান্ডেকে কুপিয়ে হত্যার ঘটনায় আটক আবুল হাশেমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৩ জুন) দুপুরে পাবনার আমলি আদালত-১ এর বিচারক নাজিমুদ্দৌলা এ রিমান্ড আদেশ দেন।

এরআগে আবুল হাশেম ওরফে গালকাটা হাশেমকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা মুন্সি আব্দুল কুদ্দুস জানান, রোববার রাতে হাশেমকে হেমায়েতপুরের তপোবন এলাকা থেকে আটক করা হয়।

গত ১০ জুন ভোরে অনুকূল চন্দ্র সেবাশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পান্ডেকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন রাতে সন্দেহভাজন হিসেবে আরিফুল ইসলাম নামে একজনকে আটক করা হয়। তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।