আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস, স্পোর্টস লীড সেমিফাইনালে ওয়ারিঙ্কার মুখোমুখি মারে

সেমিফাইনালে ওয়ারিঙ্কার মুখোমুখি মারে


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ১১:২৭ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড


tennisঅনলাইন স্পোর্টস ডেস্ক: ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে নিজ নিজ ম্যাচে জয় পেয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন অ্যান্ডি মারে ও স্তান ওয়ারিঙ্কা। শেষ আটে রিচার্ড গ্যাসকুয়েটকে হারান মারে। অন্যদিকে সরাসরি সেটে আলবার্ট রামোস ভিনোলাসকে হারান ওয়ারিঙ্কা। শেষ চারে মুখোমুখি হবে দু’জন।

রোঁলা গ্যারোতে এদিন প্রথম সেটে বৃটিশ তারকা মারে ৫-৭ গেমে হেরে যান। তবে পরের সেটগুলো ৭-৬, ৬-০ ও ৬-২ গেমে দুর্দান্ত ভাবে জিতে নেন। তবে সুইস তারকা ওয়ারিঙ্কা ৬-২, ৬-১ ও ৭-৬ (৯-৭) গেমে জিতে সেমি নিশ্চিত করেন।

এদিকে বুধবার ঝড়ের কবলে পড়ে ফ্রেঞ্চ ওপেন। সে সময় স্থগিত করা হয় শীর্ষ তারকা নোভাক জোকোভিচের ম্যাচটি। তবে পরবর্তীতে রোবার্টো বাতিস্তাকে ৩-৬, ৬-৪, ৬-১ ও ৭-৫ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন সার্বিয়ান তারকা।

অন্যদিকে এলিনা সোভিতোলিনাকে ৬-১, ৬-১ গেমে হারিয়ে শেষ আটে উঠে গেছেন নারী এককের শীর্ষ তারকা সেরেনা উইলিয়ামস।