আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস সেরাটা দিয়ে শেষ করলেন তাসকিন

সেরাটা দিয়ে শেষ করলেন তাসকিন


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৮, ২০২৩ , ৫:৪৪ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : জিম-আফ্রো টি-টেনে নিজের সেরাটা নিংড়ে দিয়েছেন তাসকিন আহমেদ। বুলাওয়ে ব্রেভসের হয়ে প্রথম আসরে বাজিমাত করেছেন বাংলাদেশের ডানহাতি এই স্পিডস্টার। তাসকিন নিজের সেরাটা দিলেও তার দল বুলাওয়ে অবশ্য প্লে-অফ নিশ্চিত করতে পারেনি। টুর্নামেন্টের ৭ ম্যাচ খেলে ১১ উইকেট নেন তাসকিন। যা এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ।

এক ম্যাচ বেশি খেলে ১২ উইকেট নিয়ে শীর্ষে আছেন মোহাম্মদ হাফিজ। তাসকিন প্লে অফ খেলতে পারলে উইকেট সংখ্যা নিশ্চিতভাবে আরও বাড়তো। টি-টেনের মতো টুর্নামেন্টে যেখানে ব্যাটসম্যানদের রাজত্ব থাকে সেখানে তাসকিন নিয়েছেন অগ্নিপরীক্ষা। ওভার প্রতি মাত্র ৭.৮৫ রান করে দিয়েছেন। তার চেয়ে কম রান দিয়েছেন কেবল শীর্ষে থাকা হাফিজ (৭.৪১)।

৭ ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচে উইকেটের দেখা পাননি এই পেস সেনসেশন। সেই ম্যাচে ২ ওভারে দেন মাত্র ৭ রান। এ ছাড়া ১১ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন তিনি। জিম-আফ্রো থেকে তাসকিনের দল বিদায় নেওয়াতে তাকে দেশে ফিরতে হবে। নতুবা খেলতে যেতেন লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। তবে ওয়ার্কলোড বিবেচনায় তাসকিনকে ছাড়পত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।