আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন সেরা চলচ্চিত্র ‘নোম্যাডল্যান্ড’, সেরা পরিচালক ‘ক্লোয়ি ঝাউ’

সেরা চলচ্চিত্র ‘নোম্যাডল্যান্ড’, সেরা পরিচালক ‘ক্লোয়ি ঝাউ’


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৬, ২০২১ , ১১:৪০ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :   দুটি ভেন্যুতে বসেছে ৯৩তম অস্কার। বাংলাদেশ সময় ২৬ এপ্রিল ভোর ৬টায় লস অ্যাঞ্জেলসে বসছে এবারের আসর। এবারের আসরে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ক্লোয়ি ঝাউ পরিচালিত ‘নোম্যাডল্যান্ড’। সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক এবং সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে পুরস্কার ঘরে তুলেছে সিনেমাটি। মনোয়ন দৌঁড়েও এগিয়ে ছিল ক্লোয়ি ঝাউ পরিচালিত ‘নোম্যাডল্যান্ড’। সিনেমার গল্পে একজন যাযাবর মানুষের কাহিনি তুলে ধরেছেন এশিয়ার এ নারী নির্মাতা।

এবারের আসরে বাকি পুরস্কারগুলো উঠেছে-

সেরা অভিনেতা
অ্যান্টনি হপকিন্স (দ্য ফাদার)

সেরা পার্শ্বচরিত্র (পুরুষ)
ড্যানিয়েল কালুইয়া (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসাইয়া)

সেরা পার্শ্বচরিত্র (মহিলা)
ইউন ইউ-জুং (মিনারি)

সেরা সিনেমাটোগ্রাফি
ম্যাঙ্ক

সেরা আন্তর্জাতিক কাহিনিচিত্র
অ্যানাদার রাউন্ড (ডেনমার্ক)

সেরা নিজস্ব চিত্রনাট্য
প্রমিসিং ইয়ং ওম্যান (ইমেরাল্ড ফেনেল)

সেরা সাহিত্যভিত্তিক চিত্রনাট্য
দ্য ফাদার (ক্রিস্টোফার হ্যাম্পটন এবং ফ্লোরিয়ান জেলার)

সেরা অ্যানিমেশন চলচ্চিত্র
সোল

ভিজুয়াল ইফেক্টস
টেনেট