আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন সোহেল মনিরের কথায় গাইলেন রাব্বী ও পরী

সোহেল মনিরের কথায় গাইলেন রাব্বী ও পরী


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৯, ২০২২ , ৪:৫১ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : নতুন গান নিয়ে আসছেন কন্ঠশিল্পী কামরুজ্জামান রাব্বী। ‘ছোট্ট জীবন’ শিরোনামের গানটিতে তার সাথে কন্ঠ দিয়েছেন পরী। গানের কথা, সুর ও সংঙ্গীত করেছেন সোহেল মনির। ভিডিও পরিচালনা করেছেন হাবীবুর রহমান। রাজ্জাক জয়ের প্রযোজনায় গানটি বাজারে আসবে ‘পিবি মিউজিক ভিডিও’ ইউটিউব চ্যানেল থেকে।

এমনটাই জানালেন রাব্বী। বললেন, নতুন একটি ডুয়েট গান করেছি। গানটি অনেক সুন্দর। আমার সাথে গেয়েছেন পরী। সেও অনেক ভালো গেয়েছে। আশা করছি; গানটি সবার ভালো লাগবে।

পরী বলেন, রাব্বী ভাইয়ের সাথে প্রথম কাজ করলাম। গানের কথাগুলো অনেক সুন্দর। সত্যিই এটা আমার জন্য অনেক আনন্দের।

সোহেল মনির বলেন, আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি ভালো কিছু করার। তারা দু’জনই ভালো গেয়েছে। আশা করছি গানটি ভালো সাড়া ফেলবে।