সৌদিতে করোনায় ৩৭৫ বাংলাদেশির মৃত্যু
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৯, ২০২০ , ৩:৩৯ পূর্বাহ্ণ | বিভাগ: প্রবাসে বাংলা
দিনের শেষে ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে সৌদি আরবে নতুন ৪৫ জনসহ ৩৭৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে চার জন ডাক্তারও রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ। তিনি বলেন, এদের বেশির ভাগ কর্মরত অবস্থায় করোনায় সংক্রমিত হয়েছিলেন। এসময় প্রায় ৩০ হাজার প্রবাসীকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।
প্রবাসীদের জরুরি চিকিৎসার জন্য প্রায় ৬০ জন চিকিৎসক টেলিফোনে পরামর্শ দিচ্ছেন। আক্রান্তদের দূতাবাসের পক্ষ থেকে হাসাপাতালে ভর্তি ও প্রয়োজনীয় ফলোআপ করা হচ্ছে।
মৃত প্রবাসীদের লাশ দাফনে জরুরি ভিত্তিতে সব আইনগত সহায়তা প্রদান করা হচ্ছে। আটকে পড়া প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে।