সৌদিতে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে বাংলাদেশি নিহত
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২২, ২০২১ , ১২:৩২ অপরাহ্ণ | বিভাগ: প্রবাসে বাংলা
দিনের শেষে ডেস্ক : সৌদি আরবে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে তামজিরুল নামে বাংলাদেশি এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার দেশটির জিদান বিমানবন্দরে এ ঘটনা ঘটে।নিহত তামজিরুলের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের কোর্শাপুর গ্রামে। বাবার নাম দুলাল উদ্দিন। তামজিরুলের পরিবার জানায়, সোমবার সৌদির জিদান বিমানবন্দরে কাজে যান তামজিরুল। সেখানে পতাকা ও বাতি স্থাপনের জন্য বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন। এ সময় হঠাৎ সেফটি বেল্ট ছিঁড়ে গেলে তিনি নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহতের বাবা দুলাল উদ্দিন বলেন, ২০১৭ সালে ফসলি জমি বিক্রি করে তামজিরুলকে সৌদি আরবে পাঠিয়েছিলাম। ছেলের ইচ্ছে ছিল পরিবারে স্বচ্ছলতা আসলেই বাড়ি ফিরে আসবে। ছেলের স্বপ্ন স্বপ্নই থেকে গেল।