আজকের দিন তারিখ ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্রবাসে বাংলা সৌদিফেরতদের কোয়ারেন্টাইন খরচ দেয়া হচ্ছে আজ

সৌদিফেরতদের কোয়ারেন্টাইন খরচ দেয়া হচ্ছে আজ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২৪, ২০২১ , ১১:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: প্রবাসে বাংলা


দিনের শেষে ডেস্ক :  সৌদিফেরত কর্মীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার খরচ হিসাবে সরকার যে ২৫ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছে তার উদ্বোধন হচ্ছে আজ বৃহস্পতিবার। ওয়েজ কল্যাণ বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। প্রথমে ৪২ জনকে দিয়ে এ কার্যক্রম শুরু করতে যাচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

ওয়েজ কল্যাণ বোর্ডের এক কর্মকর্তা বলেন, আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ প্রবাসী কল্যাণ ভবনে সৌদি আরবগামী কর্মীদের হোটেল কোয়ারেন্টাইন খরচের ভর্তুকির চেক বিতরণ উদ্বোধন করবেন। আমাদের টার্গেট ছিলো অনেক, কিন্তু করোনার জন্য লকডাউনের কারণে ঢাকার আশপাশের এলাকা থেকে লোকজন আনতে পারছি না। শুরুতে আমরা ৪২ জনকে দিচ্ছি। এদেরকে চেকের মাধ্যমে টাকাটা দেয়া হবে। আজ এর উদ্বোধন করা হচ্ছে। এরপর টাকাটা ব্যাংকে চলে যাবে।

জানা যায়, সৌদি প্রবাসীদের কোয়ারেন্টাইন খরচ দেয়ার ঘোষণার পর গত ৭ জুন থেকে আবেদন নেয়া শুরু হয়। এখন পর্যন্ত কোয়ারেন্টাইন খরচের ভর্তুকির জন্য ৯ হাজার ৯০০ আবেদন পাওয়া গেছে। এরমধ্যে ৭ হাজারের মতো যাচাই-বাছাই করা হয়েছে।