সৌদি আরবে ভ্যাকসিন নেওয়া পর্যটকদের কোয়ারেন্টিনের প্রয়োজন নেই
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০২১ , ২:২৪ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করা পর্যটকরা সৌদি আরবে গেলে কোনো কোয়ারেন্টিনের দরকার পড়বে না। মঙ্গলবার (১ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দেশটির বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ। খালিজ টাইমসের বরাতে জানা যায়, যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের ওপর থেকে কোয়ারেন্টিনের বিধিনিষেধ তুলে দিয়েছে সৌদি আরবের বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ। এতে করে দেশটিতে পৌছানো ভ্যাকসিন প্রাপ্ত পর্যটকদের কোয়ারেন্টিনে থাকতে হবে না। তবে এর জন্য শর্তও জুড়ে দিয়েছে সৌদি আরব। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোয়ারেন্টিনের বিধিনিষেধ থেকে বাচতে পর্যটকদের অবশ্যই ভ্যাকসিন সার্টিফিটেক সঙ্গে রাখতে হবে। শুধুমাত্র ফাইজার-বায়োএনটেক, মডার্না, অক্সফোর্ড-এস্ট্রাজেনকা এবং জনসন এন্ড জনসনের উদ্ভাবিত করোনার ভ্যাকসিন সার্টিফিকেটগুলোই গ্রহণ করা হবে।
এ বিষয়ে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডক্টর মোহাম্মদ আল-আবদ আল-আলি জানান, বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রতিষ্ঠানের টিকাগুলো নিরাপদ প্রমাণিত হয়েছে। যার কারণে শুধু সেসব টিকা নেওয়া পর্যটকদের ছাড় দেওয়া হবে। তবে এর জন্য তাদের সার্টিফিকেটের প্রয়োজন হবে।