আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস স্কটল্যান্ডের বিপক্ষে সৌম্য কেন? মুখ খুললেন ডমিঙ্গো

স্কটল্যান্ডের বিপক্ষে সৌম্য কেন? মুখ খুললেন ডমিঙ্গো


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৯, ২০২১ , ২:৩৪ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে বাংলাদেশ। স্কটল্যান্ডের বিপক্ষে হারের কারণে জেঁকে বসেছে সুপার টুয়েলভে যেতে না পারার শঙ্কাও। ওই ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন সৌম্য সরকার। আবারও প্রশ্ন উঠেছে দলে তার একাদশে জায়গা নিয়ে। এ নিয়ে কথা বললেন টাইগার কোচ রাসেল ডমিঙ্গো। বিশ্বকাপে দলের প্রথম ম্যাচে বোলিংই করেননি সৌম্য। ব্যাট করেছেন ওপেনিংয়ে। অথচ ডমিঙ্গো জানালেন, বোলিংয়ের বিবেচনায়ই ওই ম্যাচে একাদশে রাখা হয় সৌম্যকে।
বিশ্বকাপের আগে এই বছর বাংলাদেশের ১৬ টি-টোয়েন্টির সবকটিই খেলেন কেবল দু’জন, মোহাম্মদ নাঈম শেখ ও আফিফ হোসেন। অথচ বিশ্বকাপের প্রথম ম্যাচে রবিবার একাদশে জায়গা হয়নি বাঁহাতি ওপেনার নাঈমের। প্রক্রিয়ায় থাকা ওপেনারকে হুট করে কেন বাইরে রাখা হলো, ওমান ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এই প্রশ্নের জবাবে ডমিঙ্গো জানালেন অবাক করার মতো তথ্য।
“সিদ্ধান্তটি কঠিন ছিল (নাঈমকে বাইরে রাখা)। সৌম্য কালকে খেলেছে কারণ মাহমুদুল্লাহ রিয়াদ বোলিং করতে পারত না। আফিফ ছাড়া তাই আমাদের ষষ্ঠ বোলার কেউ ছিল না। আমরা ভেবেছি, যদি শিশির পড়ে এবং স্পিনারদের জন্য বল গ্রিপ করা কঠিন হয়ে ওঠে, অন্য কারও সিম বোলিংয়ের প্রয়োজন হতে পারে। সৌম্য তা পারত এবং একমাত্র এই কারণেই সে গতকাল খেলেছে।”
“নাঈম আমাদের জন্য দুর্দান্ত করে আসছে। কিন্তু পিঠের অস্বস্তির কারণে রিয়াদ বোলিং করতে না পারায় বোলিংয়ের আরেকজন বিকল্প আমাদের দরকার ছিল। এখন রিয়াদ ফিট এবং বোলিং করতে পারবে, যদি আগামীকাল (মঙ্গলবার) প্রয়োজন হয়। আমরা তাই নাঈমকে একাদশে ফেরাতে পারব।”