আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস স্কটল্যান্ডের সঙ্গে টস হেরে ব্যাট করছে নিউজিল্যান্ড

স্কটল্যান্ডের সঙ্গে টস হেরে ব্যাট করছে নিউজিল্যান্ড


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ৩, ২০২১ , ৫:৪৬ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক :  টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছে স্কটল্যান্ড। বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি শুরু হয়। ইনজুরির কারণে এ ম্যাচে খেলছেন না জশ ডেভি। তার স্থলে স্কটল্যান্ড স্কোয়াডে এসেছে অ্যালাসদাইর ইভান্স। সেইসঙ্গে কাইল কোয়েৎজার অধিনায়ক হিসাবে ফিরে এসেছেন। টস হেরে নিউজিল্যান্ডের দলনেতা কেন উইলিয়ামসন বলেন যে, তিনিও আগে বল করতেন। ভারতের বিপক্ষে জয়ী সেই একই একাদশ নিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে খেলছে নিউজিল্যান্ড।

স্কটল্যান্ড একাদশ: ১ কাইল কোয়েটজার (অধিনায়ক), ২ জর্জ মুন্সে, ৩ ম্যাথু ক্রস (উইকেটরক্ষক), ৪ রিচি বেরিংটন, ৫ ক্যালাম ম্যাকলিওড, ৬ মাইকেল লিস্ক, ৭ ক্রিস গ্রিভস, ৮ মার্ক ওয়াট, ৯ সাফিয়ান শরিফ, ১০ আলাসদাইর ইভান্স, ১১ ব্র্যাড হুইল। নিউজিল্যান্ড একাদশ: ১ মার্টিন গাপটিল, ২ ড্যারিল মিচেল, ৩ কেন উইলিয়ামসন (অধিনায়ক), ৪ ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), ৫ গ্লেন ফিলিপস, ৬ জিমি নিশাম, ৭ মিচেল স্যান্টনার, ৮ অ্যাডাম মিলনে, ৯ টিম সাউদি, ১০, ট্রেন্ট বোল্ট , ১১ ইশ সোধি।