আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড

স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০১৬ , ৬:৩৮ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


8কাগজ অনলাইন প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে ফয়সাল আহমেদ (২০) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুন্নেছা শিউলি এ সাজা দেন।
দণ্ডপ্রাপ্ত ফয়সাল বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের আব্দুল আহাদের ছেলে।

ইউএনও কার্যালয় সূত্র জানায়, প্রতিদিন স্কুলে আসা-যাওয়ার পথে ওই ছাত্রীকে ফয়সাল উত্যক্ত করতেন। এ বিষয়টি ছাত্রী তার অভিভাবককে জানালে তারা বিজয়নগর থানায় অভিযোগ করেন। সোমবার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় পুলিশ ঘটনাস্থলে হাতেনাতে ফয়সালকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তারুন্নেছা শিউলি এ বিষয়টি নিশ্চিত করেছেন।