আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব স্কুলের ভেতরেই আগুনে পুড়ে মরল ২০ শিশু

স্কুলের ভেতরেই আগুনে পুড়ে মরল ২০ শিশু


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৫, ২০২১ , ১০:৩৯ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  পশ্চিম  আফ্রিকার দেশ নাইজারের একটি স্কুলে আগুনে পুড়ে অন্তত ২০ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ এপ্রিল) এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, রাজধানী নিয়ামির একটি নার্সারি স্কুলে গেল মঙ্গলবার আগুন লাগে। এসময় শ্রেণীকক্ষেই অবস্থান করছিল শিক্ষার্থীরা। মৃতদের বয়স সাত থেকে ১৩ বছরের মধ্যে বলেও উল্লেখ করা হয়।

আগুনের কারণ জানতে এরই মধ্যে তদন্ত শুরু করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন দেশটির প্রধানমন্ত্রী। এ ঘটনায় মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।